ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর ৪৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 114

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক হিসাবের মধ্যে মোট ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। এছাড়া আরও ছয়টি ব্যাংক হিসাবের মধ্যে ২৪ হাজার ৭৯০ ডলার জমা রয়েছে।

আবেদনে দুদক উল্লেখ করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এসব হিসাব এবং ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব অবরুদ্ধ করা আদালতের মাধ্যমে প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ভূমিমন্ত্রীর ৪৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

সর্বশেষ আপডেট ০৬:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক হিসাবের মধ্যে মোট ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। এছাড়া আরও ছয়টি ব্যাংক হিসাবের মধ্যে ২৪ হাজার ৭৯০ ডলার জমা রয়েছে।

আবেদনে দুদক উল্লেখ করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এসব হিসাব এবং ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব অবরুদ্ধ করা আদালতের মাধ্যমে প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে।