সিইসি- মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে
- সর্বশেষ আপডেট ১১:০০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 111
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্র্যাসি অ্যান জ্যাকবসন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, এ বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুর ২টায় সিইসির দপ্তরে।
এটি হবে চলতি মাসে নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন কূটনীতিকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
কর্মকর্তারা ধারণা করছেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ, প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচনকালীন প্রশাসনিক সহায়তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষায় করণীয় বিষয় নিয়েও মতবিনিময় হতে পারে।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। ওয়াশিংটন এর আগে একাধিকবার অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে এ ধরনের বৈঠককে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সিইসি নাসির উদ্দিন বৈঠকে কমিশনের প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো তুলে ধরবেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন সম্পর্কেও মতামত প্রকাশ করতে পারেন।





































