বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ: মুরশিদ
- সর্বশেষ আপডেট ০৮:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 156
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ। তিনি বলেন, “আমি যখন এই মন্তব্য করি তখন অনেকে আঘাত পায়। কারণ আমি সরকারেরই অংশ। তবে সত্যটিকে স্বীকার না করলে আমরা সমস্যার সমাধান কীভাবে করতে পারব?”
এই মন্তব্য তিনি করেছেন বগুড়ায় নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক একটি বেসরকারি সংস্থার প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে। স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ অত্যন্ত রাজনৈতিকভাবে পরিচালিত এবং রাজনীতি দ্বারা প্রভাবিত। ক্ষমতায় আসা দল দেশের মঙ্গল চাইলেও প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখে। এক ধরনের রাজনীতির কারণে দেশ বিভক্ত হয়ে গেছে এবং মানুষ আশা রাখে, “আপনারা থাকলে আমাদের জন্য কিছু পরিবর্তন আনবেন।”
শারমীন এস মুরশিদ বর্তমান প্রজন্মের সন্তানদের যত্নসহকারে পরিচর্যার পরামর্শ দেন। তিনি বলেন, “এই প্রজন্মের ছেলে-মেয়েরা দুঃসাহসী, জীবন ও মৃত্যুর ভয় পায় না। তাদের নিয়ে অসাধ্য সাধন সম্ভব এবং আমরা তাদেরকে সেই দিকনির্দেশনা দেখিয়ে এগিয়ে নেওয়া উচিত।”
উপদেষ্টা একাত্তর ও চব্বিশের ঘটনাকে উল্লেখ করে বলেন, “আমি দুটোকেই দেখি ন্যায্যতার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের তৃষ্ণা, সমতার স্বপ্ন এবং বৈষম্যের হাত থেকে মুক্তির চেষ্টা হিসেবে। আমরা সেই লড়াই অব্যাহত রাখছি।”
বেসরকারি সংস্থা লাইট হাউস আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলায় কর্মরত উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন লাইট হাউসের নির্বাহী প্রধান হারুণ অর রশীদ, প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান এবং ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ।
































