শিরোনাম
মোহাম্মদপুরের সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 175
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ডিএমপির তিন পরিদর্শকের বদলি হয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলি আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, কাজী মো. রফিক আহমেদকে শাহ আলী থানা থেকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির পরিবহন বিভাগের মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।
এর আগে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে গত মাসে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ওই সময় মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
































