হাতিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 79
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মীকে আটকে রেখে পিটিয়ে দেওয়া হয়। এতে লোকমান হোসেন (৩৫) নামে এক কর্মী নিহত হন এবং মোস্তাফিজুর রহমান (২৮) আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের আসাদনগরে স্থানীয় দুলালের ভাঙারি দোকানে।
নিহত লোকমান শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা, আর আহত মোস্তাফিজ শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে প্রায় ১৬০ কেজি অব্যবহৃত মালামাল বিক্রি করতে দোকানে গেলে তাঁদের চোর সন্দেহে কয়েকজন আটক করে। পরে স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ লোহার দণ্ড দিয়ে লোকমানকে আঘাত করেন। গুরুতর অবস্থায় পুলিশ তাঁদের উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই লোকমান মারা যান।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে তাঁদের অনুরোধ; িনিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়।




































