ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 174

ইউএস বাংলার উড়োজাহাজ

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে বহনকারী ইউএস বাংলার ঢাকা-চট্টগ্রামগামী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পরে ফ্লাইট পরিবর্তন করে অন্য একটি উড়োজাহাজে তাদেরকে চট্টগ্রাম পৌছানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার চারদিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরের প্রথম দিন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ২য় দিনে চট্টগ্রাম বন্দর, একটি ওষুধশিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করার কথা ছিলো তার।

সেসব কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার কথা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর। তবে নির্ধারিত ফ্লাইটটি উড্ডয়নের পরই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। পরে তাদেরকে অন্য একটি উড়োজাহাজে চট্টগ্রাম পৌছে দেয়া হয়।

এ বিষয়ে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এ সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

সর্বশেষ আপডেট ০২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে বহনকারী ইউএস বাংলার ঢাকা-চট্টগ্রামগামী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পরে ফ্লাইট পরিবর্তন করে অন্য একটি উড়োজাহাজে তাদেরকে চট্টগ্রাম পৌছানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার চারদিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরের প্রথম দিন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ২য় দিনে চট্টগ্রাম বন্দর, একটি ওষুধশিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করার কথা ছিলো তার।

সেসব কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার কথা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর। তবে নির্ধারিত ফ্লাইটটি উড্ডয়নের পরই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। পরে তাদেরকে অন্য একটি উড়োজাহাজে চট্টগ্রাম পৌছে দেয়া হয়।

এ বিষয়ে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এ সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।