ওপার বাংলার গান গাইলেন সৈকত
- সর্বশেষ আপডেট ০৮:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 504
সঙ্গীতশিল্পী সৈকত এবার ওপার বাংলার একটি গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি রাজধানীর মগবাজারে একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন ওপার বাংলার গীতিকার ডা. অলোক পাত্র, সুর করেছেন সুকুমার বর্মন এবং সঙ্গীতায়োজন করেছেন নৃপেনসু সাহা।
গানটি সম্পর্কে জানতে চাইলে সৈকত বলেন, “গানটি স্যাড রোমান্টিক ঘরানার। সাধারণত আমি এমন গান নিয়েই বেশি কাজ করি। গানটি আমার খুব ভালো লেগেছে এবং যথাসাধ্য চেষ্টা করেছি গাওয়ার। আশা করি শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।” গানটি প্রকাশ হবে রিসুয়াল স্টুডিওর ব্যানারে।
এছাড়া সম্প্রতি আরও কয়েকটি গানে কাজ করেছেন সৈকত। উল্লেখযোগ্যভাবে, গীতিকার শেখ নজরুলের লেখা দুটি গানের কাজ শেষ করেছেন তিনি। গানগুলো ভিডিও আকারে প্রকাশ হবে এইচএম ভয়েস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
বাংলা গানের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়ে সৈকত বলেন, “এই ভাইরালের যুগে আমি চাই সুস্থ কিছু গান শ্রোতাদের উপহার দিতে।”






































