মহারাজের ঘূর্ণির জাদুতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 194
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করলেও আসল গল্পটা লিখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। তাঁর ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে অজিরা।
প্রথমে ব্যাট করতে নেমে তিন ফিফটির ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে প্রোটিয়ারা। ওপেনিং জুটিতেই আসে ৯২ রান। রায়ান রিকেলটন করেন ৩৩ রান, অপর ওপেনার এইডেন মার্করাম খেলেন ৮১ বলে ৮২ রানের ইনিংস। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৪ বলে করেন ৬৫ রান, আর ব্রিটজের ব্যাট থেকে আসে ৫৭। শেষদিকে ওয়ান মুলদার ২৬ বলে অপরাজিত ৩১ রান তুলে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন।
জবাবে ৬০ রানের ওপেনিং জুটি গড়ে ভালো শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে সেই স্বপ্ন ভেঙে দেন প্রোটিয়া বোলাররা। প্রিনিলান শুব্রাজেন প্রথম ধাক্কা দিলেও মূল ধ্বংসযজ্ঞ চালান মহারাজ। তিনি একে একে ফেরান মার্নাস লাবুশানে (১), ক্যামেরুন গ্রিন (৩), জস ইংলিশ (৫), অ্যালেক্স কেরি (০) ও অ্যারন হার্ডিকে (৪)।
ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শ লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তিনি ৯৬ বলে ৮৮ রান করে আউট হলে অজিদের ভরাডুবি নিশ্চিত হয়। তার সঙ্গে ৭১ রানের জুটি গড়া বেন ডারসুইস করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
মহারাজের বোলিং ফিগার ছিল ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট। তাঁর দুর্দান্ত স্পিন আক্রমণে ৯৮ রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পেসার নান্দ্রি বার্গার ও লুঙ্গি এনগিডি নেন দুটি করে উইকেট।































