ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ইমির বক্তব্য ভাইরাল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 166

শেখ তাসনিম আফরোজ ইমি

২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। বর্তমানে তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সময় ইমির ২০১৯ সালের একটি পুরনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই সময়ে তিনি এক টকশোতে বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চান। এ মন্তব্য সমালোচনার মুখে পড়ে। তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন।

সম্প্রতি ফেসবুকে ইমি জানিয়েছেন, ২০১৯ সালের তার বক্তব্যের কিছু অংশ ভেসে বেড়াচ্ছে। তিনি জানিয়েছেন, “আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট, গণতান্ত্রিক ছাত্রজোট, আংশিক প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর আংশিক প্যানেল ঘোষণা করেন তারা। সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম নিয়েছেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এ ছাড়া অন্যান্য পদে মনোনয়ন নিয়েছেন জাবির আহমাদ জুবেল ও মোজাম্মেল হক।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন মেঘমল্লার বসু। জোটের পূর্ণাঙ্গ প্যানেল আগামীকাল (১৯ আগস্ট) ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ইমির বক্তব্য ভাইরাল

সর্বশেষ আপডেট ০২:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। বর্তমানে তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সময় ইমির ২০১৯ সালের একটি পুরনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই সময়ে তিনি এক টকশোতে বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চান। এ মন্তব্য সমালোচনার মুখে পড়ে। তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন।

সম্প্রতি ফেসবুকে ইমি জানিয়েছেন, ২০১৯ সালের তার বক্তব্যের কিছু অংশ ভেসে বেড়াচ্ছে। তিনি জানিয়েছেন, “আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট, গণতান্ত্রিক ছাত্রজোট, আংশিক প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর আংশিক প্যানেল ঘোষণা করেন তারা। সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম নিয়েছেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এ ছাড়া অন্যান্য পদে মনোনয়ন নিয়েছেন জাবির আহমাদ জুবেল ও মোজাম্মেল হক।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন মেঘমল্লার বসু। জোটের পূর্ণাঙ্গ প্যানেল আগামীকাল (১৯ আগস্ট) ঘোষণা করা হবে।