ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 551

আগৈলঝাড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় জনতার সহযোগিতায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, ওইদিন স্থানীয় মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী লিজা বেগম (৩০) এর কাছ থেকে মোহনকাঠি গ্রামের নকুল বৈরাগীর ছেলে নিরব বৈরাগী ইয়াবা ট্যাবলেট কিনতে গেলে স্থানীয় শতাধিক জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে লিজা বেগম ও নিরব বৈরাগীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় লিজার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে মূল ডিলার ফরিদ হাওলাদার পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে আটক লিজা, নিরব ও পলাতক ফরিদ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, লিজা বেগম, তার স্বামী আসাদুল এবং ফরিদ হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। একাধিকবার তারা পুলিশের হাতে ধরা পড়লেও পরে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, “মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে তরুণ সমাজ আরও ক্ষতিগ্রস্ত হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগৈলঝাড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ আপডেট ১২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় জনতার সহযোগিতায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, ওইদিন স্থানীয় মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী লিজা বেগম (৩০) এর কাছ থেকে মোহনকাঠি গ্রামের নকুল বৈরাগীর ছেলে নিরব বৈরাগী ইয়াবা ট্যাবলেট কিনতে গেলে স্থানীয় শতাধিক জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে লিজা বেগম ও নিরব বৈরাগীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় লিজার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে মূল ডিলার ফরিদ হাওলাদার পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে আটক লিজা, নিরব ও পলাতক ফরিদ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, লিজা বেগম, তার স্বামী আসাদুল এবং ফরিদ হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। একাধিকবার তারা পুলিশের হাতে ধরা পড়লেও পরে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, “মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে তরুণ সমাজ আরও ক্ষতিগ্রস্ত হবে।”