কিশোরগঞ্জের হোসেনপুর
২২ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন কাল
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 172
দীর্ঘ ২২ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে শহরজুড়ে চলছে সাজসজ্জা ও উৎসবের চাঞ্চল্য। উৎসাহী নেতাকর্মীদের পদচারণায় মুখর পুরো এলাকা।
মাঠে প্যান্ডেল তৈরি করে সাজানো হচ্ছে। চলছে সম্মেলন সফল করার নানা আয়োজন। দলীয় নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় তারা মানববন্ধনও করতে পারেননি। হামলা ও মামলার ভয়ে সব সময় আতঙ্কে ছিলেন। তাই এত বছর সম্মেলন করা সম্ভব হয়নি। এখন মুক্ত পরিবেশে সম্মেলন হচ্ছে। এ কারণে তারা উজ্জীবিত ও আশাবাদী।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।
সম্মেলনকে ঘিরে দলটির ব্যাপক প্রস্তুতি রয়েছে। ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল ১১টায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, বিগত সময়ে যেসব ত্যাগী নেতারা দলে অবদান রেখেছেন, এবার তাদের মূল্যায়নের সুযোগ এসেছে।
তবে সম্মেলনকে ঘিরে বিরোধও তৈরি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়কের প্রতিপক্ষ একটি অংশ অভিযোগ তুলেছে, কাউন্সিলর মনোনয়নে একপাক্ষিকতা ছিল। তাদের দাবি, অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে। তাদের যুক্ত না করলে সম্মেলনে সমস্যা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন বলেন, “সবার সঙ্গে আলোচনা করেই কাউন্সিলর তালিকা করা হয়েছে। নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা গণতান্ত্রিকভাবে একটি নতুন কমিটি গঠন করতে চাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার আমরা মুক্ত পরিবেশে সম্মেলন করতে পারছি। আশা করছি আনন্দঘন পরিবেশেই সম্মেলন সফল হবে।”
হোসেনপুর উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।
































