ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা
- সর্বশেষ আপডেট ০৮:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 431
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনে এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন তিনি।
সোমবার শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।
জানা গেছে, এই প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।
ফরম সংগ্রহ করার পর উমামা ফাতেমা সাংবাদিকদের বলেন, “আমরা যোগ্যতা দেখে আগামী মঙ্গলবার প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।”
এদিকে সোমবার বিকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনের ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেছেন সোমবার শেষ দিনে। আগের আট দিনে সংগ্রহ করেছেন ১২৩ জন।
































