টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- সর্বশেষ আপডেট ০৬:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 130
কক্সবাজারের টেকনাফে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, ২ বিজিবির প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশশির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ ও শাহাদাত হোসেন, জামায়াত নেতা রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ এবং সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী প্রমুখ।
সভা শেষে ২ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদী থেকে প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। রাখাইন রাজ্য বর্তমানে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকারে গিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য তিনি জেলেদের সতর্ক করেন। এছাড়া আগামী ২-৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরি নির্দেশ দেন।
































