ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেখামাত্র গুলির নির্দেশ ফাঁস: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০১:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 163

দেখামাত্র গুলির নির্দেশ ফাঁস: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল এবং সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম রাজিব দাশ।

গত ১২ আগস্ট, বন্দর থানার এক কর্মকর্তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার পর কমিশনার হাসিব আজিজ সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। এই নির্দেশ ওয়াকিটকিতে ভিডিও করা হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন। একাধিক টিম তদন্তে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করা হয়।

ঘটনার পটভূমি অনুযায়ী, ১১ আগস্ট রাতে সল্টগোলা ক্রসিং সংলগ্ন সড়কে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।

এরপর কমিশনার হাসিব আজিজ ওয়ারলেসে সব পুলিশ সদস্যকে মৌখিকভাবে নির্দেশ দেন যে, থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিম ও সকল ফোর্স লাইভ আগ্নেয়াস্ত্র ছাড়া বাইরে যাবে না। তিনি আরও বলেন, বন্দরে এসআই গুরুতর আহত হওয়ায় পরবর্তী পরিস্থিতিতে মোবাইল পার্টি বা পেট্রোল পার্টি কোনো অবস্থায় লাশ ছাড়া ফিরে আসবে না। পুলিশের যেকোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে তা লাইভ বা ধারালো হতে পারে—অস্ত্র বের করা মাত্রই গুলি চলবে।

কমিশনার বার্তায় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার গুরুত্বও উল্লেখ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেখামাত্র গুলির নির্দেশ ফাঁস: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০১:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল এবং সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম রাজিব দাশ।

গত ১২ আগস্ট, বন্দর থানার এক কর্মকর্তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার পর কমিশনার হাসিব আজিজ সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। এই নির্দেশ ওয়াকিটকিতে ভিডিও করা হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন। একাধিক টিম তদন্তে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করা হয়।

ঘটনার পটভূমি অনুযায়ী, ১১ আগস্ট রাতে সল্টগোলা ক্রসিং সংলগ্ন সড়কে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।

এরপর কমিশনার হাসিব আজিজ ওয়ারলেসে সব পুলিশ সদস্যকে মৌখিকভাবে নির্দেশ দেন যে, থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিম ও সকল ফোর্স লাইভ আগ্নেয়াস্ত্র ছাড়া বাইরে যাবে না। তিনি আরও বলেন, বন্দরে এসআই গুরুতর আহত হওয়ায় পরবর্তী পরিস্থিতিতে মোবাইল পার্টি বা পেট্রোল পার্টি কোনো অবস্থায় লাশ ছাড়া ফিরে আসবে না। পুলিশের যেকোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে তা লাইভ বা ধারালো হতে পারে—অস্ত্র বের করা মাত্রই গুলি চলবে।

কমিশনার বার্তায় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার গুরুত্বও উল্লেখ করেছেন।