ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 121

অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দু’দিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী অসুস্থ হন।

শনিবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনশন চলছিল। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, “শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছে। আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আমরা শনিবার বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি। পরে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং একনেক সভায় তার অনুমোদন চাই।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দু’দিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী অসুস্থ হন।

শনিবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনশন চলছিল। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, “শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছে। আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আমরা শনিবার বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি। পরে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং একনেক সভায় তার অনুমোদন চাই।”