ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 111

সাজেকে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের রাকিব ইসলাম (২০)।

নিহতদের এক বন্ধু ইউসুফ জানান, তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সাজেক যাচ্ছিলেন। পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় হঠাৎ বিকট শব্দ শোনার পর পেছনে তাকিয়ে দেখেন, একটি পিকআপ জিহাদ ও রাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, আহতদের মুমূর্ষু অবস্থায় আনা হলেও তারা আগেই মারা গিয়েছিলেন।

স্থানীয়দের ভাষ্য, এ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি হয়।

দুর্ঘটনার পর পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে পিকআপচালক মো. আমির উদ্দীন (২৪) এবং সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করা হয়। পিকআপটিও জব্দ করা হয়।

আহমেদ মোর্শেদ বলেন, খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক গাড়িটি চিহ্নিত করে আটক করা হয়। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন, তাই আটক ব্যক্তিদের এবং গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুলফিকার আলী জানান, আটক চালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেকে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

সর্বশেষ আপডেট ১২:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের রাকিব ইসলাম (২০)।

নিহতদের এক বন্ধু ইউসুফ জানান, তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সাজেক যাচ্ছিলেন। পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় হঠাৎ বিকট শব্দ শোনার পর পেছনে তাকিয়ে দেখেন, একটি পিকআপ জিহাদ ও রাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, আহতদের মুমূর্ষু অবস্থায় আনা হলেও তারা আগেই মারা গিয়েছিলেন।

স্থানীয়দের ভাষ্য, এ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি হয়।

দুর্ঘটনার পর পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে পিকআপচালক মো. আমির উদ্দীন (২৪) এবং সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করা হয়। পিকআপটিও জব্দ করা হয়।

আহমেদ মোর্শেদ বলেন, খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক গাড়িটি চিহ্নিত করে আটক করা হয়। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন, তাই আটক ব্যক্তিদের এবং গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুলফিকার আলী জানান, আটক চালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।