পর্নকাণ্ডের পর ফের কাঠগড়ায় রাজ কুন্দ্রা ও শিল্পা
- সর্বশেষ আপডেট ১২:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 112
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বইয়ের এক ব্যবসায়ীর ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই মামলা তাঁদের বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ সংক্রান্ত ঋণ-সহ বিনিয়োগ চুক্তিকে ঘিরে।
অভিযোগকারী দীপক কোঠারি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা ওই দম্পতিকে দেন, কিন্তু সেই অর্থ শেষ পর্যন্ত ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়।
কোঠারির দাবি, ২০১৫ সালে এজেন্ট রাজেশ আর্যার মাধ্যমে তাঁর পরিচয় হয় শিল্পা-রাজের সঙ্গে। তখন তাঁরা দু’জনেই ‘বেস্ট ডিল টিভি’র পরিচালক, এবং শিল্পার হাতে ছিল সংস্থার ৮৭ শতাংশ শেয়ার। আর্যা প্রথমে ৭৫ কোটি টাকা ঋণ চেয়েছিলেন ১২% বার্ষিক সুদে, কিন্তু কর বাঁচাতে বিনিয়োগ আকারে টাকা নেওয়ার প্রস্তাব দেন। শর্তসাপেক্ষে চুক্তি হয় যে নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেওয়া হবে।
২০১৫ সালের এপ্রিলে প্রথম কিস্তি হিসেবে কোঠারি পাঠান প্রায় ৩১.৯৫ কোটি টাকা। পরে আরও একটি চুক্তি হয় এবং জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬-র মধ্যে তিনি আরও ২৮.৫৪ কোটি টাকা পাঠান। স্ট্যাম্প ডিউটি বাবদ আলাদা করে দেন ৩.১৯ লাখ টাকা।
২০১৬ সালের এপ্রিলে শিল্পা ব্যক্তিগত গ্যারান্টিও দেন, কিন্তু কয়েক মাস পর সেপ্টেম্বরে, তিনি সংস্থার পরিচালক পদ থেকে ইস্তফা দেন। এর কিছুদিন পরেই কোম্পানির বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা ওঠে, যা কোঠারি আগে জানতেন না।
বারবার টাকা ফেরতের অনুরোধ করেও কোনও ফল না মেলায় কোঠারি অভিযোগ করেন, ২০১৫-২০২৩ সালের মধ্যে পরিকল্পিতভাবে এই প্রতারণা চালানো হয়েছে।
প্রথমে জুহু থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। পরে ১০ কোটির বেশি অর্থের বিষয় থাকায় তদন্তের দায়িত্ব যায় মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর হাতে। বর্তমানে তারা মামলাটি তদন্ত করছে।































