ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 213

আনোয়ারুল হক কামাল

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল হক কামাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোরে হৃৎদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ্য হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার হার্টে দুটো বাল্ব বসানো হয়েছে।

আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সোনাইমুড়ি আলীয়া মাদ্রাসার মাঠে তার জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর পাশেই থাকা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আনোয়ারুল হক একবার সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া নোয়াখলী জেলা বিএনপির সহ- সভাপতি এবং বর্তমান বিএনপির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল হক কামাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোরে হৃৎদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ্য হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার হার্টে দুটো বাল্ব বসানো হয়েছে।

আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সোনাইমুড়ি আলীয়া মাদ্রাসার মাঠে তার জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর পাশেই থাকা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আনোয়ারুল হক একবার সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া নোয়াখলী জেলা বিএনপির সহ- সভাপতি এবং বর্তমান বিএনপির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।