ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 150

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আদনান আহমেদ। তিনি জানান, মামলার বাদী স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদের ও মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময়ে আদালত উল্লেখ করেছিলেন, জাতীয় পার্টির নেতৃত্বের বিরোধ নিয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে, যা শুনানির জন্য প্রস্তুত। তাই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয় সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সমীচীন নয়।

ওই আদেশের পর জি এম কাদেরবিরোধী নেতারা দাবি করেছিলেন, আদালতের পর্যবেক্ষণের ফলে চেয়ারম্যান জি এম কাদের যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, সেগুলো আইনিভাবে বৈধ নয়। এতে দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১১ জন নেতা সপদে বহাল থাকেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৪:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আদনান আহমেদ। তিনি জানান, মামলার বাদী স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদের ও মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময়ে আদালত উল্লেখ করেছিলেন, জাতীয় পার্টির নেতৃত্বের বিরোধ নিয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে, যা শুনানির জন্য প্রস্তুত। তাই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয় সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সমীচীন নয়।

ওই আদেশের পর জি এম কাদেরবিরোধী নেতারা দাবি করেছিলেন, আদালতের পর্যবেক্ষণের ফলে চেয়ারম্যান জি এম কাদের যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, সেগুলো আইনিভাবে বৈধ নয়। এতে দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১১ জন নেতা সপদে বহাল থাকেন।