ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মোদি- ট্রাম্প বৈঠক

কি সমাধান আসছে ভারত-মার্কিন বাণিজ্যে?

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 70

মোদি-ট্রাম্প বাণিজ্য যুদ্ধ

ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য মার্কিন সফর।

কূটনৈতিক সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে চলা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে আমেরিকা যেতে পারেন মোদি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও আন্তর্জাতিক মহলে এই সফর নিয়ে জোর জল্পনা চলছে।

জাতিসংঘের ওই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশ্বনেতা। বৈঠকের ফাঁকে মোদি–ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না।

কূটনীতিকদের মতে, যদি এমন বৈঠক হয়, আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি, আমদানি শুল্ক, এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদির প্রথম আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়া হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে যায়।

একতরফাভাবে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

এমনকি হুঁশিয়ারি দিয়েও বলা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও অর্থনৈতিক শাস্তি আরোপ হতে পারে। মোদির তরফে এই শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও এসেছে।

সেপ্টেম্বরের এই সম্ভাব্য বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে, এই সফরের সময় ট্রাম্প–পুতিন বৈঠকের ফলাফলও ভারতীয় কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে, শুল্কযুদ্ধের এই আবহে মোদি–ট্রাম্প কি নতুন কোনও সমাধানের পথে হাঁটবেন কিনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোদি- ট্রাম্প বৈঠক

কি সমাধান আসছে ভারত-মার্কিন বাণিজ্যে?

সর্বশেষ আপডেট ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য মার্কিন সফর।

কূটনৈতিক সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে চলা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে আমেরিকা যেতে পারেন মোদি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও আন্তর্জাতিক মহলে এই সফর নিয়ে জোর জল্পনা চলছে।

জাতিসংঘের ওই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশ্বনেতা। বৈঠকের ফাঁকে মোদি–ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না।

কূটনীতিকদের মতে, যদি এমন বৈঠক হয়, আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি, আমদানি শুল্ক, এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদির প্রথম আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়া হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে যায়।

একতরফাভাবে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

এমনকি হুঁশিয়ারি দিয়েও বলা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও অর্থনৈতিক শাস্তি আরোপ হতে পারে। মোদির তরফে এই শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও এসেছে।

সেপ্টেম্বরের এই সম্ভাব্য বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে, এই সফরের সময় ট্রাম্প–পুতিন বৈঠকের ফলাফলও ভারতীয় কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে, শুল্কযুদ্ধের এই আবহে মোদি–ট্রাম্প কি নতুন কোনও সমাধানের পথে হাঁটবেন কিনা।