ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৯ মাস পর কোহলির সেঞ্চুরি, রাঁচিতে স্মরণীয় মুহূর্ত

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 73

৯ মাস পর কোহলির সেঞ্চুরি, রাঁচিতে স্মরণীয় মুহূর্ত

ভারত-দক্ষিণ আফ্রিকার রাঁচি ম্যাচে ৩৮তম ওভারের সময়ে দর্শকরা শুধু খেলা দেখেননি, বরং এক ঝলক দেখেছেন বিরাট কোহলির ব্যাটিংয়ের। মার্কো ইয়ানসেনের করা সেই ওভারে কোহলি স্ট্রাইক প্রান্তে থাকতেই দর্শকরা ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ক্যামেরায় তাকে বন্দি করতে।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলিকে দেখার আগ্রহ এবার ওয়ানডে ম্যাচে সীমাবদ্ধ। তাই যখন কোহলির ব্যাট থেকে আবার সেঞ্চুরির রান আসে, তখন তা দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

থার্ডম্যান দিয়ে ইয়ানসেনকে চার মারার মাধ্যমে কোহলি তিন অঙ্কে পৌঁছান। এটি তার ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। উদযাপনে তিনি গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়ে দেন এবং গলায় থাকা লকেটকে আদরসহ চুম্বন করেন। মুহূর্তটি আরও আকর্ষণীয় হয়, যখন একজন দর্শক হাঁটুগেড়ে দুই হাত এবং মাথা নিচু করে প্রণাম করে তার উদযাপন সম্পূর্ণ করেন।

রাঁচিতে কোহলির এই সেঞ্চুরি ও উদযাপন দর্শকদের জন্য সত্যিই এক “সোনার মুহূর্ত” হয়ে রইল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ মাস পর কোহলির সেঞ্চুরি, রাঁচিতে স্মরণীয় মুহূর্ত

সর্বশেষ আপডেট ০৫:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ভারত-দক্ষিণ আফ্রিকার রাঁচি ম্যাচে ৩৮তম ওভারের সময়ে দর্শকরা শুধু খেলা দেখেননি, বরং এক ঝলক দেখেছেন বিরাট কোহলির ব্যাটিংয়ের। মার্কো ইয়ানসেনের করা সেই ওভারে কোহলি স্ট্রাইক প্রান্তে থাকতেই দর্শকরা ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ক্যামেরায় তাকে বন্দি করতে।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলিকে দেখার আগ্রহ এবার ওয়ানডে ম্যাচে সীমাবদ্ধ। তাই যখন কোহলির ব্যাট থেকে আবার সেঞ্চুরির রান আসে, তখন তা দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

থার্ডম্যান দিয়ে ইয়ানসেনকে চার মারার মাধ্যমে কোহলি তিন অঙ্কে পৌঁছান। এটি তার ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। উদযাপনে তিনি গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়ে দেন এবং গলায় থাকা লকেটকে আদরসহ চুম্বন করেন। মুহূর্তটি আরও আকর্ষণীয় হয়, যখন একজন দর্শক হাঁটুগেড়ে দুই হাত এবং মাথা নিচু করে প্রণাম করে তার উদযাপন সম্পূর্ণ করেন।

রাঁচিতে কোহলির এই সেঞ্চুরি ও উদযাপন দর্শকদের জন্য সত্যিই এক “সোনার মুহূর্ত” হয়ে রইল।