৯ বছরে প্রথমবার এমন বিপর্যয়ে ব্রাজিল
- সর্বশেষ আপডেট ১১:৩০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 95
এশিয়ান শক্তি জাপানের কাছে প্রথমবার হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অক্টোবর উইন্ডোয় প্রীতি ম্যাচে জাপান ৩-২ ব্যবধানে জয় লাভ করেছে। প্রথমবারের এই জয়ের কারণে ম্যাচটি উভয় দলের জন্যই ঐতিহাসিক হয়ে দাঁড়িয়েছে। এ হার ও ফলের প্রভাবে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে।
অক্টোবর উইন্ডোতে এশিয়ায় সফর শুরু করেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে তারা সফর শুরু করলেও পরের ম্যাচে জাপানের কাছে হেরে যায়। প্রথমার্ধে দ্বিগুণ লিড থাকা সত্ত্বেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে সেলেসাওরা প্রথমবারের মতো জাপানের কাছে হার মানে। কোচ আনচেলত্তি এখনও দলের বিভিন্ন পজিশনে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে এই হারের প্রভাবে ব্রাজিল সাত নম্বরে নেমে গেছে, যা ২০১৬ সালের আগস্টের পর সর্বনিম্ন। বর্তমানে তাদের পয়েন্ট ১৭৫৮.৮৫। ব্রাজিল আগে কখনোই ৬ নম্বরের নিচে নামেনি।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্সও ইতিহাসে সর্বনিম্ন। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে তাদের সাফল্য হার ৫১ শতাংশ, যা ২০০২ সালের বাছাইয়ের পর সর্বনিম্ন।
ফুটবলের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন অবস্থান করছে। আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়। ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমিত ৪ ও ৫ নম্বরে। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানির অবস্থানও সাময়িক পরিবর্তন হয়েছে।
বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এক ধাপ উন্নতি পেয়ে ১৮৩ নম্বরে এসেছে। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে ৪-৩ পরাজয় এবং অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্রয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।































