৭ মাস পর সিইউএফএলে সার উৎপাদন শুরু
- সর্বশেষ আপডেট ০৪:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 63
চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) আবার সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সংকটে এ কারখানাটি ছয় মাস বন্ধ ছিল।
রোববার (২ নভেম্বর) ভোর থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
সিইউএফএল’র এমডি মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ দেওয়ার পর কারখানায় রোববার ভোর থেকে সার উৎপাদন শুরু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১১ এপ্রিল থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।
সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।
































