ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭২ ঘণ্টায় এনসিপির দেড় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 66

আগামী বছরের ফেব্রুয়ারীর সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এতে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী যোগাযোগ করছেন।

তারাও মনোনয়ন ফরম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা এখনও ফরম নেননি বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ জানান, রোববার (৯ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত দেড় শতাধিকের বেশি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীই এনসিপির তৃণমূল পর্যায়ের নেতা। তবে এখন পর্যন্ত হেভিওয়েট কোনও প্রার্থী মনোনয়ন ফরম নেননি বলে জানা গেছে।

এখনও ফরম নেননি নাহিদ ও আখতারসহ শীর্ষ নেতারা:

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, বনশ্রী) আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও এখনও মনোনয়ন ফরম নেননি তারা।

এছাড়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) তারা কেউই এখনও মনোনয়ন ফরম নেননি। মূলত সাংগঠনিক ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি বলে জানা গেছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি জানায়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং আগামী ১৩ নভেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে এনসিপির প্রধান কার্যালয়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭২ ঘণ্টায় এনসিপির দেড় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

সর্বশেষ আপডেট ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারীর সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এতে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী যোগাযোগ করছেন।

তারাও মনোনয়ন ফরম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা এখনও ফরম নেননি বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ জানান, রোববার (৯ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত দেড় শতাধিকের বেশি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীই এনসিপির তৃণমূল পর্যায়ের নেতা। তবে এখন পর্যন্ত হেভিওয়েট কোনও প্রার্থী মনোনয়ন ফরম নেননি বলে জানা গেছে।

এখনও ফরম নেননি নাহিদ ও আখতারসহ শীর্ষ নেতারা:

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, বনশ্রী) আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও এখনও মনোনয়ন ফরম নেননি তারা।

এছাড়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) তারা কেউই এখনও মনোনয়ন ফরম নেননি। মূলত সাংগঠনিক ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি বলে জানা গেছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি জানায়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং আগামী ১৩ নভেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে এনসিপির প্রধান কার্যালয়ে।