৭১ এর ইস্যু দুই দফায় সমাধান হয়েছে: ইসহাক দার
- সর্বশেষ আপডেট ০১:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 95
একাত্তরের গণহত্যা ও অন্যান্য অমীমাংসিত বিষয় দুই দফায় নিষ্পত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা সফরকালে দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।
ইসহাক দার বলেন, “আমি বিশ্বাস করি বাংলাদেশ ও পাকিস্তানকে ভবিষ্যতের দিকে তাকিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সামনে আমাদের জন্য ইতিবাচক সম্ভাবনা রয়েছে।”
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। আজ রোববার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা সই হয়।
বৈঠক শেষে এক ব্রিফিং-এ এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষেয়ে একটি চুক্তি সই হয়েছে। এছাড়া, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জয়েট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা সই, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে তিন বছর মেয়াদি সংস্কৃতি বিনিময় সমঝোতা সই, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের সরকারি বার্তাসংস্থার মধ্যে সমঝোতা এবং দুই দেশের গবেষণা সংস্থার মধ্যে সমঝোতা।































