৬ লাখ টাকা হাতিয়ে উধাও নগদের মাঠকর্মী
- সর্বশেষ আপডেট ১২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 45
নাটোরের গুরুদাসপুরে এজেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং নগদের ডিএসও (মাঠ কর্মী) স্বাধীন আলীর বিরুদ্ধে।
টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত স্বাধীন আলী পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গুরুদাসপুরের নয়াবাজার, ধারাবারিষা এবং বড়াইগ্রামের ভিটাকাজীপুর, শ্রীরামপুর ও মানিকপুর এলাকায় নগদের ডিলার নিয়োজিত ডিএসও স্বাধীনের আওতায় ১২ জন এজেন্ট ব্যবসায়ী আছেন। গত ১৮ ডিসেম্বর তিনি ফোনে জমা করার কথা বলে তাদের কাছ থেকে ৫ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলে টাকা জমা না হলে এর কারণ জানতে চান ব্যবসায়ীরা। তিনি সার্ভার জটিলতার কথা বলেন। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীরা বিষয়টি বনপাড়া আঞ্চলিক কার্যালয় ও স্বাধীনের পরিবারকে জানান। তারা সুবিচারের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন।
বাধ্য হয়ে ভুক্তভোগীরা বুধবার সকালে নয়াবাজার বিশ্বরোডে মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত স্বাধীনের বিচার দাবি জানান। এ ঘটনায় গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এজেন্ট ব্যবসায়ীরা অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

































