ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 55

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় আজ দুপুর ২টায়। মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

আসন্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ফুটবলপ্রেমীদের বিপুল আগ্রহে টিকিট বিক্রি শুরুর পরপরই অনলাইনে বুকিং সম্পন্ন হয়।

বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস জানান, “মাত্র ছয় মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়ে গেছে। গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন, ইতোমধ্যে অর্ধেকেরও বেশি পেমেন্ট হয়ে গেছে। এখন শুধু রেড বক্স ও হসপিটালিটি টিকিট বাকি আছে।”

ভারত ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা সিঙ্গাপুর ও হংকং ম্যাচের তুলনায় ১০০ টাকা বেশি। দাম বাড়লেও সমর্থকদের উন্মাদনা তাতে বিন্দুমাত্র কমেনি।

টিকিট বিক্রি শেষ হলেও দর্শকদের টিকিট সংগ্রহে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট আগেই বিক্রির জন্য ছাড়লেও বিক্রি ধীর গতির বলে জানান গাউস, “ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আসছে, এখন আশা করছি নেপাল ম্যাচের টিকিটও শেষ হবে দ্রুত।”

বাফুফে প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে, তখন ব্যবহৃত হয় টিকিফাই প্ল্যাটফর্ম। প্রযুক্তিগত জটিলতার কারণে পরে কুইকেটকে নতুন টিকিটিং পার্টনার হিসেবে যুক্ত করা হয়। গত অক্টোবর উইন্ডোতে কুইকেটের মাধ্যমে ২০ মিনিটেই সব টিকিট বিক্রি হয়েছিল। এবারও সেই সিস্টেমে বিক্রি সম্পন্ন হয়েছে।

তবে অনলাইনে বিক্রি কার্যক্রম সফল হলেও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করতে পারেনি বাফুফে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

সর্বশেষ আপডেট ০২:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় আজ দুপুর ২টায়। মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

আসন্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ফুটবলপ্রেমীদের বিপুল আগ্রহে টিকিট বিক্রি শুরুর পরপরই অনলাইনে বুকিং সম্পন্ন হয়।

বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস জানান, “মাত্র ছয় মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়ে গেছে। গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন, ইতোমধ্যে অর্ধেকেরও বেশি পেমেন্ট হয়ে গেছে। এখন শুধু রেড বক্স ও হসপিটালিটি টিকিট বাকি আছে।”

ভারত ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা সিঙ্গাপুর ও হংকং ম্যাচের তুলনায় ১০০ টাকা বেশি। দাম বাড়লেও সমর্থকদের উন্মাদনা তাতে বিন্দুমাত্র কমেনি।

টিকিট বিক্রি শেষ হলেও দর্শকদের টিকিট সংগ্রহে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট আগেই বিক্রির জন্য ছাড়লেও বিক্রি ধীর গতির বলে জানান গাউস, “ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আসছে, এখন আশা করছি নেপাল ম্যাচের টিকিটও শেষ হবে দ্রুত।”

বাফুফে প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে, তখন ব্যবহৃত হয় টিকিফাই প্ল্যাটফর্ম। প্রযুক্তিগত জটিলতার কারণে পরে কুইকেটকে নতুন টিকিটিং পার্টনার হিসেবে যুক্ত করা হয়। গত অক্টোবর উইন্ডোতে কুইকেটের মাধ্যমে ২০ মিনিটেই সব টিকিট বিক্রি হয়েছিল। এবারও সেই সিস্টেমে বিক্রি সম্পন্ন হয়েছে।

তবে অনলাইনে বিক্রি কার্যক্রম সফল হলেও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করতে পারেনি বাফুফে।