ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬ প্রতীক নিয়ে বিকালে ইসিতে যাচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 146

প্রতীক হিসেবে চাইল শাপলা, কলম বা মোবাইল চাইলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে আজ। রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি জানান, বিকাল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি দল।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

দলটির সূত্র বলছে, অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’ কে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। যেটি চব্বিশের গণঅভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুটিত করবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি জানান, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেয় কমিশন।

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬ প্রতীক নিয়ে বিকালে ইসিতে যাচ্ছে এনসিপি

সর্বশেষ আপডেট ১২:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে আজ। রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি জানান, বিকাল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি দল।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

দলটির সূত্র বলছে, অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’ কে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। যেটি চব্বিশের গণঅভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুটিত করবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি জানান, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেয় কমিশন।

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।