ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬ দল পাচ্ছে ইসির নিবন্ধন

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে ছয়টি নতুন রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর এসব দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

নতুন দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।

সূত্র আরও জানায়, মোট ৬ দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে। ১০ দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং বাকি ৬ দলের আবেদন বাতিল করা হয়েছে। এই ১০ দলের মধ্যে ৯-এর মাঠ পর্যায়ে পুনতদন্ত এবং একটি দলের পুনতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম ধাপে কোনো দলই শর্ত পূরণ না করায় সময় বাড়ানো হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করে শুনানি নেয় ইসি। সেখান থেকে ছয়টি দল নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয় দল যুক্ত হলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬ দল পাচ্ছে ইসির নিবন্ধন

সর্বশেষ আপডেট ১২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে ছয়টি নতুন রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর এসব দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

নতুন দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।

সূত্র আরও জানায়, মোট ৬ দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে। ১০ দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং বাকি ৬ দলের আবেদন বাতিল করা হয়েছে। এই ১০ দলের মধ্যে ৯-এর মাঠ পর্যায়ে পুনতদন্ত এবং একটি দলের পুনতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম ধাপে কোনো দলই শর্ত পূরণ না করায় সময় বাড়ানো হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করে শুনানি নেয় ইসি। সেখান থেকে ছয়টি দল নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয় দল যুক্ত হলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টিতে।