৬ জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি
- সর্বশেষ আপডেট ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 86
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ছয়জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে ঝিমংখালি এলাকার নদীসংলগ্ন অংশ থেকে পৃথক অভিযানে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠী। একই সময়ে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা। আটক জেলেদের মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স একই দিন অভিযান চালিয়ে আরও ছয় বাংলাদেশি জেলেকে আটক করেছে। সংস্থাটি জানিয়েছে, বিদ্যমান সামুদ্রিক ও স্থানীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ঝিমংখালি এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা ছয়জনকে ধরে নিয়ে যায়। বাংলাদেশি দুজন হলেন—হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা জেলে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, পরিবারগুলোর পক্ষ থেকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি; তবে প্রশাসন ঘটনাটি যাচাই করছে।





































