৫ রানে ৭ উইকেট, বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধস
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 119
বাংলাদেশ ক্রিকেটে আরও একটি হৃদয়বিদারক অধ্যায় যোগ হলো। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো ধসে পড়ে টাইগাররা। ২৪৫ রানের লক্ষ্যে একসময় ১ উইকেটে ১০০ রান তুললেও পরের মুহূর্তগুলোয় যেন নিয়ন্ত্রণ হারিয়ে বসে গোটা দল।
ওয়ানডে অভিষেকে পারভেজ ইমন শুরুটা ভালো করলেও ১৩ রানেই থামেন। এরপর তানজিদ তামিমের ৬২ রানের পর শান্তর রানআউট থেকেই শুরু হয় ভয়াবহ বিপর্যয়। লিটন দাস, হৃদয়, মিরাজ—তিনজনই ফিরে যান এক অঙ্কের আগেই।
এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা ১২৩ বলে ১০৬ রানের ইনিংস খেলে দলকে ২৪৪ রানে পৌঁছাতে সাহায্য করেন। বাংলাদেশ পেসারদের মধ্যে তাসকিন আহমেদ নেন ৪ উইকেট, তানজিম সাকিব ৩টি। নতুন মুখ তানভীর ইসলাম অভিষেকে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১১ রানে হারায় দুই ওপেনারকে। এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেয় আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটি। শান্ত, তাসকিন, সাকিবদের দারুণ স্পেলে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৯.২ ওভারে।
কিন্তু টাইগারদের ব্যাটিং ভরাডুবি ছাপিয়ে গেছে সেই কৃতিত্বকেও। পাঁচ রানে সাত উইকেট হারানোর মতো ধস বাংলাদেশের ইতিহাসে বিরল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
শ্রীলঙ্কা: ২৪৪/১০ (৪৯.২ ওভার)
বাংলাদেশ: ১০৫/৮ (৫ রানে ৭ উইকেট পতন)
উল্লেখযোগ্য পারফরমাররা:
চারিথ আসালাঙ্কা: ১২৩ বলে ১০৬ রান
তাসকিন আহমেদ: ৪৭ রানে ৪ উইকেট
তানজিম সাকিব: ৪৫ রানে ৩ উইকেট
তানজিদ তামিম: ৬২ রান



































