৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৮:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 54
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০তে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কাঁপছে টাইগাররা।
জবাবের শুরুতেই আউট হন ওপেনার তানজিদ তামিম (২) ও লিটন দাস (১)। এরপর ইমনও ৬ বল খেলে মাত্র ১ রান করে ফিরে গেলে দল বড়সড় চাপে পড়ে। এই অবস্থায় উইকেটে আছেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং ১৮ বলে ২১ রান করেন। টিম টেক্টর খেলেন ১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস।
দলের সবচেয়ে বড় অবদান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। তিনি ৪৫ বলে পাঁচটি ছক্কা ও একটি চারে অপরাজিত ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া লরকান টাকারের ব্যাটে আসে ১৮ রান এবং কার্টুস ক্যাম্পার ১৭ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারানোয় এখন চাপ সামলানোর চ্যালেঞ্জ সাইফ ও হৃদয়ের ওপর।


































