৫ আগস্ট মানিক মিয়ায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
- সর্বশেষ আপডেট ০৫:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 122
আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, “ছত্রিশ জুলাই; গত বছর এই দিনে বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান। ফ্যাসিবাদ উৎখাত করে বহু শহীদের রক্ত ও সংগ্রামীদের ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। রাস্তায় রাস্তায় ছিল মানুষের উল্লাস ও কৃতজ্ঞতা।”
ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, “এক বছর পর ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষণা করা হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। এই উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছে সারাদিনব্যাপী অনুষ্ঠান। পরিবার-পরিজন নিয়ে সবাইকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে; কারণ, এটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব।”
প্রকাশিত অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী:
সকাল ১১টায় শুরু হবে মূল আয়োজন
বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’
রাত ৮টায় পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর গান
এই কর্মসূচির আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় আছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
































