ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 270

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন, ‘আজ বৈঠকে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এ কথা বলেন।

জামাল হায়দার বলেন, আজকে দেশব্যাপী যে সমস্যা, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর সমাধানের একমাত্র পথ নির্বাচন, এটা উনি (প্রধান উপদেষ্টা), ওনার বক্তব্যে সুস্পষ্ট করেছেন।

বৈঠক থেকে বের হয়ে এ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে ওনার (প্রধান উপদেষ্টা) তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে।

”প্রধান উপদেষ্টা আজকে আমাদের সাথে মিটিংয়ে বসে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখসহ সব কিছু জাতির সামনে তুলে ধরবেন।”

তিনি বলেন, “পুরো দেশবাসীকে নির্বাচনের জন্য তৈরি হওয়ার জন্য বলেছেন।

আজকের আলোচনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলাবাহিনী নিয়ে যে অপপ্রচার হচ্ছে, এগুলো কারা কীভাবে করছে, এগুলো কীভাবে আমরা দমন করতে পারি- এগুলো নিয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন।”

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা আমাদের কাছে বিভিন্ন সংকটের কথা বলেছেন। তিনি স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চান বলেও জানিয়েছেন।

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের কথা শুনেছেন।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল-জোটের নেতারা। বিকেল ৫টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

আজ যেসব দল-জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেন, তারা হলেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদীর মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে গত বুধবার (২৩ জুলাই) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগের দিন রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা!

সর্বশেষ আপডেট ০৮:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন, ‘আজ বৈঠকে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এ কথা বলেন।

জামাল হায়দার বলেন, আজকে দেশব্যাপী যে সমস্যা, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর সমাধানের একমাত্র পথ নির্বাচন, এটা উনি (প্রধান উপদেষ্টা), ওনার বক্তব্যে সুস্পষ্ট করেছেন।

বৈঠক থেকে বের হয়ে এ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে ওনার (প্রধান উপদেষ্টা) তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে।

”প্রধান উপদেষ্টা আজকে আমাদের সাথে মিটিংয়ে বসে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখসহ সব কিছু জাতির সামনে তুলে ধরবেন।”

তিনি বলেন, “পুরো দেশবাসীকে নির্বাচনের জন্য তৈরি হওয়ার জন্য বলেছেন।

আজকের আলোচনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলাবাহিনী নিয়ে যে অপপ্রচার হচ্ছে, এগুলো কারা কীভাবে করছে, এগুলো কীভাবে আমরা দমন করতে পারি- এগুলো নিয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন।”

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা আমাদের কাছে বিভিন্ন সংকটের কথা বলেছেন। তিনি স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চান বলেও জানিয়েছেন।

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের কথা শুনেছেন।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল-জোটের নেতারা। বিকেল ৫টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

আজ যেসব দল-জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেন, তারা হলেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদীর মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে গত বুধবার (২৩ জুলাই) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগের দিন রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।