শিরোনাম
৪ বছর পালিয়েও রক্ষা হয়নি, অবশেষে ধরা
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৬:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 141
মাদক মামলায় ফিরোজ বাবু (৩৫) নামের এক ব্যক্তির তিন বছরের সাজা হয় ২০২১ সালে। সাজা এড়াতে তিনি চার বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে। অতঃপর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাশপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আসামির নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ফিরোজ ডাকাতি ও মাদক মামলার আসামি। সেই একটি মামলার সাজা প্রাপ্ত আসামি। আজ তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাটানো হবে।
































