ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবেবরাত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 52

পবিত্র শবেবরাত

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত পালিত হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভা শেষে জানানো হয়, সোমবার সন্ধ্যায় দেশের কোথাও শাবানের চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সে হিসেবে শাবান মাসের ১৫তম রাত, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাত পড়ছে ৩ ফেব্রুয়ারি, যেদিন শবেবরাত পালন করা হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছায়।

শবেবরাত উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটান। শাবান মাস শেষ হওয়ার পরই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান, যা নিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দবার্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবেবরাত

সর্বশেষ আপডেট ০৮:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত পালিত হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভা শেষে জানানো হয়, সোমবার সন্ধ্যায় দেশের কোথাও শাবানের চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সে হিসেবে শাবান মাসের ১৫তম রাত, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাত পড়ছে ৩ ফেব্রুয়ারি, যেদিন শবেবরাত পালন করা হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছায়।

শবেবরাত উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটান। শাবান মাস শেষ হওয়ার পরই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান, যা নিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দবার্তা।