ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩ দাবিতে ইবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ইবি (কুষ্টিয়া)
  • সর্বশেষ আপডেট ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 135

৩ দাবিতে ইবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল তিন দফা দাবি আদায়ে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুপুর ২টার দিকে নেতাকর্মীরা তিন দাবি নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ছাত্রদলের দাবি ছিল— আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল করা এবং বিশ্ববিদ্যালয়ের বাস চালককে মারধরের সুষ্ঠু বিচার।

উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, রাফিজ আহমেদ, নূর উদ্দিন উল্লাস ও সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ এবং ১০ অক্টোবর ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের পরীক্ষায় আওয়ামী লীগের সমর্থিতদের অংশগ্রহণ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিকে রাখা হয়েছে ফ্যাসিস্ট হিসেবে। ছাত্রদল জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে।

ছাত্রদলের নেতারা আরও বলেন, সাজিদ হত্যার দুই মাস পার হলেও এখনও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এছাড়া শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকূপা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চালকের ওপর হামলার ঘটনাতেও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যর্থ। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনাদের চেয়ারে বসানো হয়েছে। নিয়োগ বোর্ডে ফ্যাসিস্টদের রাখা হয়েছে, ফোকলোর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড বাতিল করতে হবে। সাজিদ হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বাস চালকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ দাবিতে ইবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল তিন দফা দাবি আদায়ে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুপুর ২টার দিকে নেতাকর্মীরা তিন দাবি নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ছাত্রদলের দাবি ছিল— আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল করা এবং বিশ্ববিদ্যালয়ের বাস চালককে মারধরের সুষ্ঠু বিচার।

উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, রাফিজ আহমেদ, নূর উদ্দিন উল্লাস ও সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ এবং ১০ অক্টোবর ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের পরীক্ষায় আওয়ামী লীগের সমর্থিতদের অংশগ্রহণ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিকে রাখা হয়েছে ফ্যাসিস্ট হিসেবে। ছাত্রদল জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে।

ছাত্রদলের নেতারা আরও বলেন, সাজিদ হত্যার দুই মাস পার হলেও এখনও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এছাড়া শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকূপা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চালকের ওপর হামলার ঘটনাতেও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যর্থ। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনাদের চেয়ারে বসানো হয়েছে। নিয়োগ বোর্ডে ফ্যাসিস্টদের রাখা হয়েছে, ফোকলোর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড বাতিল করতে হবে। সাজিদ হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বাস চালকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”