৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 88
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তারা মঙ্গলবার সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে আটক হন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুজনকেই আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জানিয়েছেন, কামরুল তার কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি জানায়, মাদক ব্যবসায় কামরুলের জড়িত থাকার বিষয়ে আগে তাদের কোনও তথ্য ছিল না।গ্রেপ্তারের পর বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানিয়েছেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



































