ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 133

৩৫ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলায় এক পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে প্রায় ৩০ থেকে ৩৫ ফিট নিচে পড়ে গেছে দুই বছরের একটি শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সার্জিদ, বাবা রাকিব উদ্দীন।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীনের বর্ণনায় জানা যায়, একটি ট্রলি মাটিতে পুঁতে যাওয়ার বিষয়টি দেখতে রাকিব, তার স্ত্রী রুনা খাতুন এবং সন্তান মাঠে যান। এ সময় শিশুটি মায়ের কোলে থেকে নেমে হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত বোরিংয়ের গর্তে পড়ে যায়। গর্তটি এত গভীর যে শিশুটিকে হাত দিয়ে তোলা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পাঁচ ঘণ্টা ধরে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয় মানুষও এতে সহায়তা করছেন।

শিশুর মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাচ্চাকে কোল থেকে নামতেই সে হঠাৎ গর্তে পড়ে যায়। নিচ থেকে ওর কান্নার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পারছি না।”

তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল রউফ জানান, তারা পূর্ণ শক্তি নিয়ে কাজ করছেন। “আল্লাহ চাইলে শিশুটিকে জীবিত উদ্ধারে সক্ষম হবো,” বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং সবার কাছে শিশুর নিরাপদ ফিরে আসার জন্য দোয়া চেয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৫ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোর উপজেলায় এক পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে প্রায় ৩০ থেকে ৩৫ ফিট নিচে পড়ে গেছে দুই বছরের একটি শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সার্জিদ, বাবা রাকিব উদ্দীন।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীনের বর্ণনায় জানা যায়, একটি ট্রলি মাটিতে পুঁতে যাওয়ার বিষয়টি দেখতে রাকিব, তার স্ত্রী রুনা খাতুন এবং সন্তান মাঠে যান। এ সময় শিশুটি মায়ের কোলে থেকে নেমে হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত বোরিংয়ের গর্তে পড়ে যায়। গর্তটি এত গভীর যে শিশুটিকে হাত দিয়ে তোলা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পাঁচ ঘণ্টা ধরে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয় মানুষও এতে সহায়তা করছেন।

শিশুর মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাচ্চাকে কোল থেকে নামতেই সে হঠাৎ গর্তে পড়ে যায়। নিচ থেকে ওর কান্নার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পারছি না।”

তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল রউফ জানান, তারা পূর্ণ শক্তি নিয়ে কাজ করছেন। “আল্লাহ চাইলে শিশুটিকে জীবিত উদ্ধারে সক্ষম হবো,” বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং সবার কাছে শিশুর নিরাপদ ফিরে আসার জন্য দোয়া চেয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।