৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৬:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 97
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এর আগে ১০ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা এবং ২১ আগস্ট পর্যন্ত চলবে দাবি-আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া।
মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ভোটার তালিকা আইন সংশোধন বিলম্বিত হওয়ায় আগে একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল। তবে আইন সংশোধনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরাসরি একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকাই প্রকাশ করা হবে।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন। এ তালিকাটি শিগগিরই প্রকাশ করা হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে ইসি। এরই অংশ হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে।
জানা গেছে, কয়েক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।
































