ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৩ সেনা নিহতের বিষয় স্বীকার করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 103

ফাইল ছবি

রাতভর আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের হামলায় ২০০’র বেশি আফগান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের মিডিয়া উইং রবিবার জানিয়েছে, রাতভর সংঘর্ষে তাদের সেনাদের এই ক্ষতি হয়েছে। আফগান তালেবানের পক্ষ থেকে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আর নিজেদের ৯ জন সেনা প্রাণ হারিয়েছে।

পাক সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার এবং সাপোর্ট নেটওয়ার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষ হয়েছে সীমান্ত ও কৌশলগত অঞ্চলে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৌদি আরব ও কাতার উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সৌদি আরব বলেছে, সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনা ও সংঘর্ষ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছে।

কাতারও উভয়পক্ষকে কূটনীতি, আলোচনা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পথে দ্বন্দ্ব নিরসনের নির্দেশ দিয়েছে। উভয় দেশকেই কাতার ভাতৃপ্রতীম হিসেবে অভিহিত করেছে এবং স্থায়ী শান্তি আনার ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৩ সেনা নিহতের বিষয় স্বীকার করেছে পাকিস্তান

সর্বশেষ আপডেট ০৭:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

রাতভর আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের হামলায় ২০০’র বেশি আফগান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের মিডিয়া উইং রবিবার জানিয়েছে, রাতভর সংঘর্ষে তাদের সেনাদের এই ক্ষতি হয়েছে। আফগান তালেবানের পক্ষ থেকে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আর নিজেদের ৯ জন সেনা প্রাণ হারিয়েছে।

পাক সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার এবং সাপোর্ট নেটওয়ার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষ হয়েছে সীমান্ত ও কৌশলগত অঞ্চলে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৌদি আরব ও কাতার উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সৌদি আরব বলেছে, সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনা ও সংঘর্ষ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছে।

কাতারও উভয়পক্ষকে কূটনীতি, আলোচনা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পথে দ্বন্দ্ব নিরসনের নির্দেশ দিয়েছে। উভয় দেশকেই কাতার ভাতৃপ্রতীম হিসেবে অভিহিত করেছে এবং স্থায়ী শান্তি আনার ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

সূত্র: আল জাজিরা