ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২২ ঘণ্টা পর মেট্রোরেল সেবা পুরোপুরি চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 83

মেট্রোরেল

২২ ঘণ্টা পর রাজধানীর মেট্রোরেল সেবা পুনরায় স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১১ টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে।

গতকাল দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামের একজন পথচারী।

দুর্ঘটনার পর গতকাল মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছিল। তবে গতকাল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো সেবা চালু করা হয়েছিল। তবে আজ পুনরায় পুরোপুরি সেবা চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি অনুভব করছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২২ ঘণ্টা পর মেট্রোরেল সেবা পুরোপুরি চালু

সর্বশেষ আপডেট ১১:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

২২ ঘণ্টা পর রাজধানীর মেট্রোরেল সেবা পুনরায় স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১১ টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে।

গতকাল দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামের একজন পথচারী।

দুর্ঘটনার পর গতকাল মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছিল। তবে গতকাল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো সেবা চালু করা হয়েছিল। তবে আজ পুনরায় পুরোপুরি সেবা চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি অনুভব করছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।