২০২৬ বিশ্বকাপে ব্রাজিলিয়ান সমর্থকদের অনিশ্চয়তা
- সর্বশেষ আপডেট ১২:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 286
আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে প্রতিবারই অংশ নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের খেলা মানেই গ্যালারি ভরে ওঠে হলুদ-সবুজ উল্লাসে। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে সেই দৃশ্য আর দেখা নাও যেতে পারে।
ব্রিটিশ দৈনিক দ্য সান ও সিএনএন-এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে ব্রাজিলীয় দর্শকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন। এই নিষেধাজ্ঞা বিশ্বকাপ চলাকালীন সময়েও কার্যকর থাকতে পারে।
সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়া ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনাও এর ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফলে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, অ্যালিসনদের খেলা ব্রাজিলীয় দর্শকদের পক্ষে সরাসরি মাঠে গিয়ে দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি বিশ্বকাপের মতো বৃহৎ আয়োজনে প্রিয় দলকে মাঠ থেকে সমর্থন না জানাতে পারা ব্রাজিলীয় ফুটবলপ্রেমীদের জন্য হবে বড় হতাশার।
ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবার তারকাসমৃদ্ধ দল নিয়ে ট্রফির আশায় আছে দলটি।
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে, যা দুই দেশের সম্পর্কে আরও দূরত্ব তৈরি করে।
এই পরিস্থিতিতে এখনো ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে ফুটবল মহলে বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ।
































