২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
- সর্বশেষ আপডেট ১১:২৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 95
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পরও থামার চিন্তা করছেন না আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। বয়স প্রায় ৩৯ হলেও তিনি শারীরিকভাবে সক্ষম থাকলে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও খেলতে চান। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এই ইচ্ছার কথা জানিয়েছেন।
২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মেসি বলেন, “যদি বিশ্বকাপে খেলতে পারি, তবে সেটা অসাধারণ হবে এবং আমি চাই এটিই হোক। আমি পুরোপুরি ফিট থাকতে চাই এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। বিষয়টি আমি প্রতিদিন মূল্যায়ন করছি। আগামী বছরের ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু হলে দেখব আমি শতভাগ ফিট কিনা। যদি ঠিক মনে হয়, তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
এখন পর্যন্ত মেসি পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। তারপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন তার কাছে অব্যাহত। তিনি বলেন, “আমি সত্যিই খেলতে আগ্রহী, কারণ এটি বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সুযোগ আছে। সেই লক্ষ্যে আবার মাঠে নামাটাও আকর্ষণীয়, কারণ প্রত্যেক খেলোয়াড়েরই জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে।”
২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক ঘটে। এরপর পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। অনেকের মতে, আমেরিকান লিগে তার যাত্রার পেছনে ২০২৬ বিশ্বকাপও প্রভাবিত করেছে। সম্প্রতি ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে আরও তিন বছরের চুক্তি করার কারণে এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে।
মেসি বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সবকিছুই জয় করেছেন। বিশ্বকাপ জেতা তার শেষ অপূর্ণ স্বপ্ন ছিল। তিনি বলেন, “এটি আমার জীবনের স্বপ্ন ছিল। আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই এক ট্রফিই বাকি ছিল।”
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে ১১৪ গোল করা মেসি যদি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করেন, তবে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ হবে, যা ফুটবল ইতিহাসে বিরল কীর্তি হিসেবে ধরা হবে।




































