ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ কমল ৩০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সংশোধিত এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭২ হাজার কোটি টাকা। মূল এডিপি থেকে অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের প্রকল্পসহ সংশোধিত এডিপি (আরএডিপি) আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। মোট ১,৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে—বিনিয়োগ প্রকল্প ১,১০৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২২টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬টি।

সেক্টরভিত্তিক বরাদ্দের মধ্যে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ন, শিক্ষা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের জন্য ১ লাখ ২১ হাজার ১১৪ কোটি টাকা বা মোট বরাদ্দের ৬০.৫৪ শতাংশ নির্ধারিত হয়েছে।

মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে—স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, নৌপরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়।

এছাড়া বরাদ্দবিহীন ৮৫৬টি নতুন প্রকল্প, বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে ১৫৭টি প্রকল্প, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫টি প্রকল্প এবং ৮১টি পিপিপি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩০ জুন ২০২৬-এ সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৮৬টি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১৭০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

সংশোধিত এডিপি বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত, জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা, এনইসির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ কমল ৩০ হাজার কোটি টাকা

সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সংশোধিত এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭২ হাজার কোটি টাকা। মূল এডিপি থেকে অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের প্রকল্পসহ সংশোধিত এডিপি (আরএডিপি) আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। মোট ১,৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে—বিনিয়োগ প্রকল্প ১,১০৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২২টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬টি।

সেক্টরভিত্তিক বরাদ্দের মধ্যে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ন, শিক্ষা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের জন্য ১ লাখ ২১ হাজার ১১৪ কোটি টাকা বা মোট বরাদ্দের ৬০.৫৪ শতাংশ নির্ধারিত হয়েছে।

মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে—স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, নৌপরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়।

এছাড়া বরাদ্দবিহীন ৮৫৬টি নতুন প্রকল্প, বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে ১৫৭টি প্রকল্প, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫টি প্রকল্প এবং ৮১টি পিপিপি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩০ জুন ২০২৬-এ সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৮৬টি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১৭০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

সংশোধিত এডিপি বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত, জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা, এনইসির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা।