ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালের সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 445

২০২৫ সালের সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান

দেশের জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। তার লেখা বহু গান শ্রোতাদের মধ্যে প্রশংসিত। ২০২৫ সালেও তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। এই বছরে তার লেখা ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি, রেমো বিপ্লবের সুরে পারভেজ খানের কণ্ঠে প্রকাশিত হয়ে, সেরা পাঁচ গানের তালিকায় স্থান পেয়েছে।

গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, “এতো মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি। আমি সহজ ভাষায়, মানুষের গল্প নিয়ে গান লিখতে চেষ্টা করি। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি মানুষ যে এতটা গ্রহণ করবে, ভাবিনি। শ্রোতাদের ভালোবাসাই পরের কাজের অনুপ্রেরণা দেয়।”

২০২৫ সালে বিভিন্ন মিউজিক ভিডিও প্রকাশিত হলেও নতুন ভিডিও তুলনামূলকভাবে কম হয়েছে। ইউটিউবে কিছু গান বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। কোক স্টুডিও বাংলাদেশ থেকে প্রকাশিত হাবিবের ‘মহা জাদু’ গান ৪ কোটি ভিউ পেরিয়ে আলোচনায় এসেছে।

ইউটিউবে সেরা ভিউ পাওয়া গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য (রিপোর্ট লেখা পর্যন্ত):

১. আমার বন্ধুরও বন্ধু আছে – পারভেজ খান, ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ভিউ
২. গুলবাহার – ইশান মজুমদার ও সুভেন্দু দাস শুভ, ৩ কোটি ১২ লাখ ৮৫ হাজার ভিউ
৩. রাগের মাথায় কইলে কিছু – মরিয়ম, ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ভিউ
৪. জগতের পিরিত ভালো না – ঝিনুক, ৩ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ভিউ
৫. প্রেমের হইলো না মিলন – শিমুল হাসান, ২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ভিউ
৬. মুখ দেখে কেউ দুঃখ বোঝোনা – সাগর বাউল, ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ভিউ
৭. তুই আমার আলতা চুড়ি না – সানজিদা রিমি, ৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ভিউ

সোহাগ ওয়াজিউল্লাহর সৃষ্টিশীলতা ও সহজভাবে মানুষের গল্প প্রকাশ করার প্রতিভা তাকে শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৫ সালের সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান

সর্বশেষ আপডেট ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

দেশের জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। তার লেখা বহু গান শ্রোতাদের মধ্যে প্রশংসিত। ২০২৫ সালেও তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। এই বছরে তার লেখা ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি, রেমো বিপ্লবের সুরে পারভেজ খানের কণ্ঠে প্রকাশিত হয়ে, সেরা পাঁচ গানের তালিকায় স্থান পেয়েছে।

গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, “এতো মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি। আমি সহজ ভাষায়, মানুষের গল্প নিয়ে গান লিখতে চেষ্টা করি। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি মানুষ যে এতটা গ্রহণ করবে, ভাবিনি। শ্রোতাদের ভালোবাসাই পরের কাজের অনুপ্রেরণা দেয়।”

২০২৫ সালে বিভিন্ন মিউজিক ভিডিও প্রকাশিত হলেও নতুন ভিডিও তুলনামূলকভাবে কম হয়েছে। ইউটিউবে কিছু গান বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। কোক স্টুডিও বাংলাদেশ থেকে প্রকাশিত হাবিবের ‘মহা জাদু’ গান ৪ কোটি ভিউ পেরিয়ে আলোচনায় এসেছে।

ইউটিউবে সেরা ভিউ পাওয়া গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য (রিপোর্ট লেখা পর্যন্ত):

১. আমার বন্ধুরও বন্ধু আছে – পারভেজ খান, ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ভিউ
২. গুলবাহার – ইশান মজুমদার ও সুভেন্দু দাস শুভ, ৩ কোটি ১২ লাখ ৮৫ হাজার ভিউ
৩. রাগের মাথায় কইলে কিছু – মরিয়ম, ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ভিউ
৪. জগতের পিরিত ভালো না – ঝিনুক, ৩ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ভিউ
৫. প্রেমের হইলো না মিলন – শিমুল হাসান, ২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ভিউ
৬. মুখ দেখে কেউ দুঃখ বোঝোনা – সাগর বাউল, ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ভিউ
৭. তুই আমার আলতা চুড়ি না – সানজিদা রিমি, ৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ভিউ

সোহাগ ওয়াজিউল্লাহর সৃষ্টিশীলতা ও সহজভাবে মানুষের গল্প প্রকাশ করার প্রতিভা তাকে শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।