ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৮ বিচারকের অবসর যুগান্তকারী পদক্ষেপ: শিশির মনির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 243

শিশির মনির

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে “সাহসী ও যুগান্তকারী” আখ্যা দিয়েছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে — যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। এটা একটি বড়মাপের সংস্কারমূলক পদক্ষেপ, যা সবার জন্য শিক্ষা। সাধু সাবধান!”

অবসরের পেছনের কারণ
বৃহস্পতিবার সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৪ ধারা অনুসারে, ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তালিকায় রয়েছেন বিকাশ কুমার সাহা, যিনি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বর্তমান সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, চাকরির বয়স মেয়াদপূর্তিই অবসরের কারণ হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। এ সিদ্ধান্তকে প্রশাসন ও বিচার ব্যবস্থার মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শিশির মনিরের বক্তব্যে ইঙ্গিত মিলেছে—এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বিচার বিভাগের নৈতিক মান রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৮ বিচারকের অবসর যুগান্তকারী পদক্ষেপ: শিশির মনির

সর্বশেষ আপডেট ১২:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে “সাহসী ও যুগান্তকারী” আখ্যা দিয়েছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে — যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। এটা একটি বড়মাপের সংস্কারমূলক পদক্ষেপ, যা সবার জন্য শিক্ষা। সাধু সাবধান!”

অবসরের পেছনের কারণ
বৃহস্পতিবার সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৪ ধারা অনুসারে, ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তালিকায় রয়েছেন বিকাশ কুমার সাহা, যিনি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বর্তমান সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, চাকরির বয়স মেয়াদপূর্তিই অবসরের কারণ হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। এ সিদ্ধান্তকে প্রশাসন ও বিচার ব্যবস্থার মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শিশির মনিরের বক্তব্যে ইঙ্গিত মিলেছে—এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বিচার বিভাগের নৈতিক মান রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।