১৬ বছর পর নতুন কুড়িতে আসিফ আকবর
- সর্বশেষ আপডেট ১২:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 69
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় ফিরলেন দেশের সঙ্গীত জগতের জনপ্রিয় কিন্ঠ শিল্পী আসিফ আকবর। ফিরলেন একসময়ের কিংবদন্তি শিশু-কিশোর প্রতিভা খোঁজার অনুষ্ঠান-’নতুন কুড়িতে’ বিচারক হিসেবে। একযুগেরও বেশি সময় পর বটিভিতে আসিফের প্রত্যাবর্তন যেন নষ্টালজিয়া আর উচ্ছাসে ভরিয়ে দিয়েছে দর্শক-ভক্তদের হৃদয়।
২০০৮ সালের পর থেকে আসিফ ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের কালো তালিকায়। সেই সময় থেকে সরকারি কোনো মাধ্যমেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকার পরিবর্তনের পর বিটিভি কর্তৃপক্ষ আবারও যোগাযোগ করলেও, গত বছরের সেপ্টেম্বরে তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তবে এবার ‘নতুন কুঁড়ির আমন্ত্রণ এড়াতে পারেননি।
আসিফ জানিয়েছেন, অনুষ্ঠানটি যদি ‘নতুন কুড়ির’ না হতো তবে হয়তো আমি বিটিভিতে ফিরতাম না। এই অনুষ্ঠানের সঙ্গে অমার শৈশবের অনেক স্মৃতি জরিয়ে আছে। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ ফিরিয়ে দিতে পারিনি।
উল্লেখ্য, ও প্রিয়া তুমি কোথায় সহ অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিলো বিটিভিতেই। কিন্তু দের যুগেরও বেশি সময় ধরে তাঁকে আর বিটিভির পর্দায় দেখা যায় নি। তাই এই প্রত্যাবর্তন কেবল আসিফের জন্য নয়,বিটিভির কর্মী,শিশু প্রতিযোগী ও দর্শকদের জন্যও এক আনন্দের মূহুর্ত হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন আসিফ আকবর। সেখানে নিজের টিম নিয়ে একাধিক কনসার্টে যুক্ত হন তিনি। সফরকালেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হন।দেশে ফিরে তিনি সেই দায়িত্বও পালন করছেন।
দীর্ঘ বিরতির পর বিটিভিতে আসিফ আকবরের উপস্থিতি যেন প্রমান করল-যুবরাজ এখনো দর্শকপ্রিয়তার শীর্ষে।






































