১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার
- সর্বশেষ আপডেট ০২:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 103
টেলিযোগাযোগ নিরাপত্তা জোরদার করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যবস্থার আওতায় নেটওয়ার্কে অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদন ছাড়াই দেশে আসা কোনো মোবাইল ফোন আর ব্যবহারযোগ্য থাকবে না।
সরকারের এ সিদ্ধান্তের কারণে বাজারে অনিবন্ধিত ফোনের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় ক্রেতারা দোকানগুলোতে ভিড় বাড়িয়ে দিচ্ছেন। তাদের অভিযোগ, উচ্চ শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল স্মার্টফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। উদাহরণ হিসেবে তারা বলছেন—২০ হাজার টাকার একটি মোবাইল ফোনে মোট কর যুক্ত হয়ে দাম ৫০ হাজার টাকারও বেশি দাঁড়াবে, যা শিক্ষার্থী ও তরুণদের সামর্থ্যের বাইরে।
মোবাইল ব্যবসায়ীরা বলছেন, অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক তুলে না নিলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম মনে করেন, সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনাই একমাত্র পথ; অন্যথায় আন্দোলনে নামার পরিস্থিতি তৈরি হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে সংঘটিত ডিজিটাল প্রতারণার প্রায় ৭৩ শতাংশেই ব্যবহৃত হয় অবৈধ স্মার্টফোন। অপরাধচক্রের কার্যক্রম রোধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তার দাবি, চোরাচালান চক্রের স্বার্থে এ উদ্যোগের বিরুদ্ধে কিছু গোষ্ঠী অযথা বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ ডিভাইসনির্ভর অপরাধ দমন, জনগণের জন্য সাশ্রয়ী দামে ফোন নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধি—সব লক্ষ্য মিলিয়েই ১৬ ডিসেম্বর থেকে বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এনইআইআর চালুর আগে নেটওয়ার্কে সংযুক্ত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে সরকারের আইসিটি বিভাগ। এরপর বিদেশ থেকে কোনো ফোন আনা হলে অনলাইনে সেটি নিবন্ধনের সুযোগ থাকবে।
































