ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 60

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে এই সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এ সময় সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলবে। পরীক্ষামূলক এই সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। একই সঙ্গে নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে এই ফ্লাইট। বাংলাদেশ থেকে স্থানীয় সময় রাত আটটায় এবং করাচি থেকে রাত ১২টায় উড্ডয়ন করবে এই ফ্লাইট।

বিমান সূত্র আরও জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় ২০১২ সালের পর প্রথমবারের মতো আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বেশির ভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগ দুই দেশের মধ্যে যাত্রী চলাচল সহজ করার পাশাপাশি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

সর্বশেষ আপডেট ০১:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে এই সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এ সময় সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলবে। পরীক্ষামূলক এই সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। একই সঙ্গে নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে এই ফ্লাইট। বাংলাদেশ থেকে স্থানীয় সময় রাত আটটায় এবং করাচি থেকে রাত ১২টায় উড্ডয়ন করবে এই ফ্লাইট।

বিমান সূত্র আরও জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় ২০১২ সালের পর প্রথমবারের মতো আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বেশির ভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগ দুই দেশের মধ্যে যাত্রী চলাচল সহজ করার পাশাপাশি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।